মাগুরার আলোচিত মাতৃগর্ভে গুলিবিদ্ধ সুরাইয়ার জন্মদিন অনুষ্ঠিত!
মাগুরার আলোচিত মাতৃগর্ভে গুলিবিদ্ধ সুরাইয়ার জন্মদিন অনুষ্ঠিত!
মোঃ রনি আহমেদ রাজু স্টাফ রিপোর্টার
আজ মাগুরায় বহুল আলোচিত মাতৃগর্ভে গুলিবিদ্ধ সুরাইয়ার ৭ম বার্ষিকী জন্মদিন পালন করা হয়েছে।২০১৫ সালের ২৩ শে জুলাই দুপুরে মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় দুগ্রুপের সংঘষের ধাওয়া পাল্টা ধাওয়ার সময় সন্ত্রাসীদের গুলিতে গর্ভবতী নাজমা বেগমের পেটে লাগে। ঐদিন রাতেই সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম হয় সুরাইয়ার ।চলতি বছরের জানুয়ারী মাসে সুরাইয়াকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করা হয়। বর্তমানে তার ডান পায়ে শক্তি নাই এজন্য তাকে নিয়মিত ফিজিওথেরাপি চলছে। এ বিষয়ে মাগুরা জেলা প্রশাসক ড আশরাফুল আলম জানান,মেয়েটিকে অতীতেও সহযোগীতা করেছি এবং এখনও তার পাশে আছি ভবিষ্যতে পাশে থাকব। সে স্বাভাবিক জীবনে ফিরে আসুক সে প্রত্যাসা করি।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category