তিন বছর পরও মৃত্যুর লাশ অক্ষত।।
দুমকি উপজেলায়, তিন বছর পরও মৃত্যুর লাশ অক্ষত।।
দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালী জেলার দুমকি উপজেলার দ :দুমকি গ্রামের হাওলাদার বাড়ির মো. ফোরকান হাওলাদার (৪৫) তিন বছর তিন মাস আগে মারা যাওয়ার পর এখনো লাশ অক্ষত অবস্থায় রয়েছে কবরে।
সম্প্রতি বৃষ্টিতে কবর ভেঙ্গে গেলে তার পরিবারের লোকজন স্থানীয় লোকজনকে খবর দেয় তারা দেখতে পায় ফোরকান হাওলাদারের লাশ অক্ষত অবস্থায় কবরের ভিতর আছে।
মৃত ফোরকান হাওলাদারের ভাই হারুন হাওলাদার বলেন তার লাশ এবং কাপড় অখ্যাত অবস্থায় আছেন, পরে হুজুর ডেকে এনে আমরা কবরে পুনরায় মাটি দিয়ে ঢেকে দেই। এ ব্যাপারে দুমকিতে চাঞ্চল্যকার সৃষ্টি হয়েছে।।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category