শাজাহানপুরে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত!
মোঃ রনি আহমেদ রাজু স্টাফ রিপোর্টার
আওয়ামীলীগের দায়ের করা মিথ্যা মামলায় বগুড়া জেলা বিএনপির সদস্য ও গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টনকে জেলে বন্দী করার প্রতিবাদে শাজাহানপুর উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গত ১৫ জুলাই শুক্রবার বিকেলে উপজেলার মাঝিড়া বন্দর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সমাবেশ অনুষ্ঠিত হয়।বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল, উপজেলা বিএনপির আহব্বাহক কমিটির অন্যতম সদস্য এনামুল হক শাহীন, বিএনপি নেতা আলী হায়দার তোতা, আজিজুর রহমান বিদুৎ,হারেছ উদ্দিন, আজাদ, সানি,মন্জুর কাদের মন্টু, রফিকুল ইসলাম, যুবদলনেতা আরমান মন্ডল,সাজেদুর রহমান সাজু, পলাশ প্রমুখ।