মহানবীর রওজা মোবারক দেখভালকারী সেই প্রবীণতম অভিভাবকের মৃত্যু!
মহানবীর রওজা মোবারক দেখভালকারী সেই প্রবীণতম অভিভাবকের মৃত্যু!
ডেস্ক নিউজ
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
প্রিয় নবীজি (ﷺ) এঁর পবিত্র নূরানী রওজা মোবারকের ত্রিশ বছরের খাদেম শাইখ আগা হাবীব মুহাম্মদ আল-আফরী (রহ.)। যিনি দয়াল নবীজীর (ﷺ) দিদার পেয়ে ধন্য হয়েছেন। বলে প্রকাশ মসজিদে নববীর মিম্বারের চাবি যার কাছেই সংরক্ষিত থাকতো। তিনি আশেকে রাসূল হযরত বিল্লাল রাদিআল্লাহু তাআ’লা আনহুর দেশ আবিসিনিয়ার অধিবাসী শাইখ আগা হাবিব (রহঃ)। গত পরশু পবিত্র মদীনা মুনাওয়ারায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ পাক প্রিয় নবীজি (ﷺ)-এঁর উছিলায় উনাকে জান্নাতে আলা মাক্বাম দান করুন এবং উনার রূহানী ফয়ুজাত আমাদের নসিব করুন। আমিন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category