পাবনায় বাস এবং মোটরসাইকেল সংঘর্ষে আহত অন্তত ২০
মোঃরনি আহমেদ রাজু স্টাফ রিপোর্টার
পাবনা সদর উপজেলা গয়েশপুর ইউনিয়নের ঢাকা পাবনা মহাসড়কের বাঙ্গাবাড়িয়া নামক স্থানে দুই বাস ও মটর সাইক্যাল ত্রী মুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার সন্ধা ৬ টার দিকে বাঙ্গাবাড়িয়া মোড়ে এ ঘটনা ঘটে। জানা যায় পাবনা থেকে ছেরে আসা ছাব্বির ট্রাভেলস ও ঢাকা থেকে ছেরে আসা শাহজাদপুর ট্রাভেলস নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। অপর দিকে ১ মটর সাইক্যাল আরোহী তিনিও ঔ সময় নিয়ন্ত্রণ হারিয়ে শাহজাদপুর ট্রাভেলস এর পিছনে ধাক্কা লেগে গুরুত্ব আহত হন। এ সময় গাড়ীর চালক সহ-অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয়রা জানান,ঢাকা পাবনা মহাসড়কে সিএনজি,অটো সহ সকল অবৈধ যানবাহন বেপরোয়া গতিতে চলার কারনে মাঝে মাঝে এ সংঘর্ষ হয়ে থাকে । মাধপুর হাইওয়ে পুলিশের এস. আই. ইসহাক মিয়া দূঘনার বিষয় সত্যতা শিকার করেন ।