শিবচরে গণ উন্নয়ন সমবায় হসপিটালে ভূল চিকিৎসায় নবজাতকের মৃত্যু অভিযোগ
মীর ইমরান -মাদারীপুর প্রতিনিধঃ
মাদারীপুরের শিবচরে গণ উন্নয়ন সমবায় হসপিটালে সিজারের সময় এক নবজাতকের মৃত্যু হয়েছে স্বজনদের অভিযোগ।
চিকিৎসক ও নার্সদের অবহেলা ও অসাবধানতায় শিশুটির মৃত্যু হয়েছে বলে দাবী স্বজনদের।
শিবচর থানা রোডে অবস্থিত গনউন্নয়ন সমবায় হাসপাতাল এন্ড ডায়গনস্টিক সেন্টারে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধায় এ ঘটনা ঘটে। ওই ঘটনার জেরে নবজাতকের মরদেহ নিয়ে বৃহস্পতিবার রাতে উত্তেজিত জনতা হাসপাতালে কর্মকর্তা ও কর্মচারীদের প্রায় ১ঘন্টা অবরুদ্ধ করে রাখে।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
স্বজনেরা জানান, বৃহস্পতিবার দুুুপুরে উপজেলার কুতুবপুর এলাকার বাসিন্দা বাহাদুর মাদবরের অন্তস্বত্বা স্ত্রী শিউলি আক্তারকে গনউন্নয়ন সমবায় হাসপাতাল এন্ড ডায়গনস্টিক সেন্টারে সিজারের জন্য অপারেশন থিয়েটারে নেয়া হয়। সিজারের পর নবজাতক শিশুটি কিছুক্ষন সুস্থ্য থাকলেও ধীরে ধীরে নিস্তেজ হতে থাকে। ডাক্তারকে জানালে তারা দ্রুত পদক্ষেপ না নিয়ে অবহেলা করে। অবস্থা মারাত্মক হলে, হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে তারা ওই অবস্থায় ঢাকায় প্রেরন করে।
স্বজনদের দাবী, অবহেলা না করে দ্রুত ব্যবস্থা নিলে নবজাতকের এই অবস্থা হতো না।
মৃত ওই নবজাতক ডাঃ আঞ্জুমান আরার ত্বত্তাবধানে ছিলো বলে জানান নবজাতকের স্বজনদের।
নবজাতকের বাবা বাহাদুর মাদবর বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকের অবহেলায় আমার ছেলে মারা গেছে। আমি এর উপযুক্ত বিচার চাই।
এ বিষয়ে জানতে চাইলে গনউন্নয়ন সমবায় হাসপাতালের ব্যবস্থাপকের মোবাইলে ফোন দিলে ফোন রিসিভ করেনি।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোকতার হোসেন জানান
নবজাতকের মৃত্যু ঘটনায় থানায় কোন অভিযোগ এখন পর্যন্ত হয়নি ,যদি কোন মামলা দিতে চায় নবজাতকের স্বজনরা তবে আইনগত ব্যবস্থা নেয়া হবে।