প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ
জয়পুরহাট প্রতিনিধি/
আমি মোকসেদ আলী জয়পুহাট জেলার ক্ষেতলাল উপজেলা পিআইও অফিসের এক জন ওমেগার হিসাবে কর্মরত আছি ও আমার স্ত্রী ফরিদা খাতুন স্থানীয় আয়মাপুর সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষিকা পদে কর্মরত আছেন। নিজস্ব বসতবাড়ি ছাড়া আমার কোন জমিজমা নাই। এক পুত্র সন্তানের লেখাপড়ার খরচ, রোগব্যাধি চিকিৎসাসহ সংসারের ভরন পোষনের খরচ নির্বাহ করতে আমাদের স্বামী স্ত্রীর স্বল্প আয় দিয়ে কোন রকমে দিন কাটাচ্ছি। মেরামত করার সামর্থ্য না থাকায় আমার বাড়ী ঘর ধ্বসে পরার উপক্রম হয়েছে।
এমতাবস্থায় আমাদের দৈন্যদশা বিবেচনা করে স্থানীয় মাহামুদপুর ইউপি চেয়ারম্যান মহদোয় দয়া করে সম্প্রতি সরকারি ত্রানের ৪ বান্ডিল ঢেউটিন আমাকে দান করেন।
এ অবস্থায় সম্প্রতি কয়েকটি সামাজিক যোগাাযোগ মাধ্যম ও গনমাধ্যমে
‘ পিআইও অফিসের ওমেগার ও তার স্ত্রী সরকারি স্কুল শিক্ষিকার বাড়িতে ত্রাণের ঢেউটিন ‘ শীরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে মর্মে আমার দৃষ্টিগোচর হয়েছে।
বিষয়টি আমার অর্থনৈতিক দৈন্যদশার কথা বিবেচনা না করে অনাকাঙ্ক্ষিত ওই সংবাদ প্রকাশিত করায় বিব্রতবোধ করছি এবং বিবেকহীন সংবাদ প্রকাশ করায় সামাজিকভাবে আমােকে হেয় করা হয়েছে বলে আমার বিরুদ্ধে প্রকাশিত ওই সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
মো: মোকসেদ আলী
ওমেগার, পিআইও অফিস, ক্ষেতলাল,
জয়পুরট।
০৯/০৬/২০২২