কুমিল্লায় ডিএনসির হাতে ১২ কেজি গাঁজাসহ মাদক সম্রাজ্ঞী মোছাঃ নার্গিস গ্রেফতার!
মোঃ রনি আহমেদ রাজু স্টাফ রিপোর্টার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা এর সহকারী পরিচালক জনাব চৌধুরী ইমরুল হাসান এঁর সার্বিক তত্ত্বাবধানে ও পরিদর্শক জনাব মোহাম্মদ ওবায়দুল কবির হোসেন এর নেতৃত্বে ২৯/০৫/২০২২ ইং তারিখে সময় বিকাল ১৭:০০ ঘটিকায় কোতয়ালী মডেল থানাধীন আড়াইউড়া গ্রামস্থ মোছাঃ নার্গিস (৪০), পিতাঃ মৃত সুরুজ মিয়া, সাং- আড়াইউড়া, থানাঃ কোতয়ালী, জেলাঃ কুমিল্লা এর নিজ দখলীয় বসতঘরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে উপরোক্ত আলামত উদ্ধার ও জব্দ করা হয়। ঘটনাস্থল হতে আসামীকে হাতে নাতে গ্রেফতার করা হয।মাদকবিরোধী বিশেষ অভিযানে এসআই মোঃ মুরাদ হোসেন সহ অন্যান্য বিভাগীয় সদস্য অংশগ্রহণ করেন। আসামীর বিরুদ্ধে পরিদর্শক জনাব মোহাম্মদ ওবায়দুল কবির বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।